সুপ্রিম কোর্টে গ্রীক দেবী
- ছোট মন্তব্য
- May 25, 2017
- 1 min read
সুপ্রিমকোর্ট এর মুল ফটকে গ্রীক দেবী মুর্তিটি অপসারনে হেফাজতের বিজয় হয়নি বরং আওয়ামীলীগেরই বিজয় হয়েছে। গত ডিসেম্বরে যখন মৃনাল হক কর্তৃক ডিজাইনে এটি স্থাপন করা হয় তখন এটি সরানোর জন্য প্রথম আবেদন করেছিলেন আওয়ামীওলামালীগের সাধারণ সম্পাদক আবুল হাসান। যাইহোক আমি মনে করি গ্রীক দেবীকে এখানে ন্যায় বিচারের প্রতিক হিসেবে মানদন্ড করা আইনের ১২ ও ২৩ অনুচ্ছেদের পরিপন্থী। দেশীয় ভাস্কর্য হোক তাতে আমার কোন আপত্তি নেই। আগেও আমি কোন এক কেমন্টসে এ প্রতিবাদ করেছিলাম। অবশেষে সেটাই কার্যকর হলো। যাই হোক এটি আমার নিজস্ব ধারণামাত্র। আইনের প্রতি আমি যথেস্ট শ্রদ্ধাশীল।
Comments