


![]() | ![]() | ![]() | ![]() |
---|---|---|---|
![]() |



Mahnud Ar!f
আমার সাথে থাকুন, কথা দিলাম,ইংরেজী শেখার কৌশল পেয়ে যাবেন

১.অনেকেই আগে চিন্তা করে নেয় যে ব্রিটিশ অথবা এমেরিকান যে কোনো একটা উচ্চারণ ফলো করবে। তবে এটা চিন্তা করে নেয়ার আগে আমাদের উচিৎ ইংরেজী প্রতিটা শব্দের উচ্চারণ সঠিক ভাবে জানা। প্রথমে শুদ্ধভাবে উচ্চারণ করা জানতে হবে এরপরে আপনি ব্রিটিশ অথবা এমেরিকান যে কোনো স্ট্যান্ডার্ড ফলো করুন সেটা আপনার ইচ্ছা।
২.যখন টেলিভিশনে ইংরেজী খবর দেখেন তখন তাদের মুখের অংগ-ভংগি তথা মুভমেন্ট ফলো করার চেষ্টা করুন। সাথে সাথে নিজেও বলতে থাকুন। তাদের কন্ঠস্বরের উঠানামা এবং রিদম গুলো ঠিকমতো ধরতে পারলে আপনি নিজের উপর একটা আত্নবিশ্বাস পাবেন।
৩.যতক্ষন পর্যন্ত আপনি সঠিক উচ্চারণ ও রিদম ধরতে না পারবেন ততক্ষন আপনি নেটিভদের মত দ্রুত কথা বলার চেষ্টা করবেন না। আস্তে আস্তে বলুন সঠিক ভাবে বলুন যাতে আপনার উচ্চারণটাও শুদ্ধ থাকে এবং অন্য সবার বোধগম্য হয়।
৪। আমরা সবাই কম বেশী ডিকশনারি ইউজ করি। ডিকশনারিতে প্রতিটা শব্দের উচ্চারণ সিম্বল আকারে দেয়া থাকে। এগুলা হলো ফোনেটিক সিম্বল। যারা এই সিম্বল গুলো বুঝতে পারেন না তারা একটু নেট ঘাটা-ঘাটি করে আইডিয়া নিতে পারেন। আর তাও যদি না করতে চান তাহলে সরাসরি ভার্চুয়াল ডিকশনারি গুলো ব্যবহার করুন। সেগুলোতে ব্রিটিশ এবং এমেরিকান উভয় উচ্চারণেই প্রতিটা শব্দ দেয়া থাকে।
৫.কিছু কিছু কমন শব্দের একটা লিস্ট তৈরী করতে পারেন যেগুলো প্রতিনিয়ত ব্যবহার করতে হয় এবং সেগুলো উচ্চারণ করতে আপনার কিছুটা সমস্যা হয়। এই সমস্ত শব্দ রেকর্ড করে রাখুন এবং বার বার শুনতে থাকুন। এছাড়াও অনেক গুলা শব্দের বানান কাছাকাছি হবার কারণে উচ্চারণে কিছুটা কনফিউশন সৃষ্টি হতে পারে। এইসকল শব্দ আলাদা করে টুকে রাখুন সাথে সাথে প্রতিনিয়ত প্র্যাকটিস চালাতে থাকুন।
৬.ইন্টারনেটে অডিও বুক ডাউনলোড করতে পাওয়া যায়। এইসকল অডিও-বুক গুলা নামিয়ে আপনি নিজে নিজে পড়ুন পাশাপাশি আপনার পঠিত অংশ মাইক্রোফোনে রেকর্ড করে রাখুন। অতঃপর আসল কন্ঠে আপনি সেই অংশটুকু শুনুন। তুলনা করে দেখুন আপনার সাথে কোথায় কোথায় মিল-অমিল পাওয়া যাচ্ছে। অনেকে নিজের ভয়েস রেকর্ড করতে চান না। তবে তাদের জন্য জানার বিষয় যে আপনার নিজের ভুল নিজ থেকে শুধরে নেয়ার জন্য এর থেকে ভালো উপায় নেই।
৭.প্রতিদিন যে কোনো একটা ইংরেজী বই অথবা জার্নাল জোরে জোরে পড়ুন। এইভাবে যদি ১০-১৫ মিনিট করে টানা ৩ মাস প্র্যাকটিস করতে পারেন তাহলে খুব সহজেই আপনার বিভিন্ন ইংরেজী কঠিন কঠিন শব্দ উচ্চারণের জড়তা কেটে যাবে। তবে পড়ার সময় খেয়াল রাখবেন যেটা পড়ছেন সেটা যাতে কিছুটা ডায়ালগ টাইপের এবং আপনার জন্য সহজ বোধগম্য হয়।
৮.শব্দের শেষ অংশ জোর দিয়ে পড়তে চেষ্টা করুন। স্পেশালি যে সব শব্দ “এস” এবং “ইডি” দ্বারা শেষ হয়েছে। এই ধরনের শব্দ গুলোর উচ্চারণ জোরালো এবং স্পষ্টভাবে করতে পারলে আপনি হয়ে উঠতে পারবেন একজন ভালো ইংরেজী বক্তা।
৯.কোন শব্দের কোন অংশে জোর দিতে হয় এইটা মনে রাখার চেষ্টা করুন। ডিকশনারীতে শব্দগুলো এপস্ট্রফি দিয়ে আলাদা করে সিলেবল ভাগ করে দেখানো থাকে। শব্দ গুলো উচ্চারণের সময় কণ্ঠে ভুল উঠা-নামায় শব্দের অর্থ পরিবর্তন হয়ে যেতে পারে। তাই উচ্চারন লক্ষ্য করুন খুব ভাল করে।
১০.সবশেষের পরামর্শটি খুবই কমন। বেশী করে মুভি দেখুন, ইংরেজী খবর শুনুন, ইংরেজী চ্যানেল গুলো ঘুরে দেখুন পাশাপাশি প্রচুর ইংরেজী গান শুনুন। তবে হাবি-জাবি রেপ অথবা হার্শ মেটাল শুনে জীবনেও উচ্চারণ ঠিক করতে পারবেন না। শুনতে হবে ফোক অথবা ক্লাসিক্যাল মিউজিক।
পরিশেষে, সবাই শুদ্ধ উচ্চারণে ইংরেজীতে কথা বলুক এটাই আশা করব।

ইংরেজী শব্দ থেকে বাংলা অর্থ শিখুন: পর্ব – 2
1. abase = হীনপদস্থ করা, অপমানিত করা
2. abash = অপ্রস্তুত করা, লজ্জা দেওয়া
3. abashed = হতভম্ব, অপ্রতিভ
4. abashment = অপ্রস্তুত ভাব
5. abate = মূল্য হ্রাস করা
a. অনলাইন ডিকশনারি: বাংলা টু ইংলিশ এবং ইংলিশ টু বাংলা http://bdword.com/
b. ফেইসবুকে ডিকশনারিটি ব্যাবহার করতে ভিসিট করুন: http://apps.facebook.com/bdwordcom
c. ধীর গতির ইন্টারনেট কানেকশান এবং মোবাইল ফোনে ব্যাবহার করতে: http://bdword.com/m
ইংরেজী জানা ছাড়া আজকাল দৈনন্দিন জীবনে চলাটা খুব কঠিন হয়ে যায়। যদি আপনি ছাত্র হন, তবে উচ্চশিক্ষার বেশীরভাগ বই ও গবেষণাপত্র ইংরেজীতেই লেখা। আবার আপনি যদি চাকুরে হন কোনো কর্পোরেট প্রতিষ্ঠানে, তবে ভালো ইংরেজী জানাটা আপনার ক্যারিয়ারের জন্য একেবারেই জরুরী। কিংবা আপনি হতে পারেন সাহিত্য বা জ্ঞান পিপাসু, সেক্ষেত্রে বিশ্বের সব ভাষায় লেখা সেরা গ্রন্থগুলো অনূদিত হয় কিন্তু ইংরেজীতেই। সেক্ষেত্রেও এই ভাষার উপরে ভালো দখল আপনাকে সহায়তা করবে। এছাড়া যে দেশেই যান না কেন এই আন্তর্জাতিক ভাষার প্রয়োজন আপনার পড়বেই পড়বে। হয়তো ভাবছেন আপনার সময় নেই, কিংবা ছাত্রজীবন পার করে এসেছেন তাই আর সম্ভব নয়।
কিন্তু এটা আসলেই কোন কঠিন বিষয় নয়। বরং অযথা ভুলভাল ইংরেজী বলার চাইতে নিজের চেষ্টাতেই শিখে নিন নির্ভুল ভাবে ভাষাটি। তেমন আহামরি বাড়তি সময় ব্যয় না করেই সহজে ইংরেজি শিখতে আপনার জন্য রইলো কিছু টিপস। একটু পালন করার চেষ্টা করুন, অল্প কিছুদিনের মাঝেই নিজের উন্নতিতে বিস্মিত বোধ করবেন।
১)শব্দভান্ডার বাড়ানঃ
শব্দভান্ডার বাড়ান। বেশীরভাগ সময়ে যা হয় তা হলো, ব্যাকরণ ভালো জানা সত্ত্বেও আমরা সঠিক সময়ে সঠিক শব্দের প্রয়োগ করতে পারি না। তাই, ইংরেজীর শব্দভান্ডার বাড়াতে হবে আগে। প্রয়োজনীয় শব্দগুলোর ইংরেজী প্রতিশব্দগুলো রোজ কিছু কিছু করে শিখে ফেলুন।
২)মুভি দেখুনঃ
বাড়িয়ে বলছি না একটুও। মুভি দেখা আপনার ইংরেজী জ্ঞান বাড়িয়ে দেবে অনেকটাই। ব্রিটিশ ও আমেরিকান মুভিগুলো দেখার চেষ্টা করুন। প্রথম দিকে সাবটাইটেল সহ মুভি দেখুন। এতে আপনি উচ্চারন শুনে বুঝতে না পারলে তা লেখার সাথে মিলিয়ে নিতে পারবেন। এভাবে আপনার লিসনিং এর দক্ষতা বাড়বে। এর পর ধীরে ধীরে সাবটাইটেল ছাড়া মুভি দেখুন। দেখবেন আপনি সাবটাইটেল ছাড়াই অনেকটাই বুঝতে পারছেন। এভাবে ধীরে ধীরে এক সময় পুরোটাই বুঝতে সক্ষম হবেন।
৩)গান শুনুনঃ
ইংরেজী গান শুনুন। প্রথম দিকে ধীরলয়ের। লিরিকস হাতে রাখুন। ইন্টারনেট থেকে নামিয়ে নিতে পারেন। মুভির মতই কিছুদিন পরে আপনার আর লিরিকসের প্রয়োজন পড়বে না। এতে শুধু আপনার শোনার দক্ষতাই বাড়বে না, বরং শব্দভাণ্ডারও বাড়বে।
৪)গ্রামার চর্চা করুনঃ
গ্রামার তো লাগবেই। তাই গ্রামারের নিয়মগুলো বই থেকে রোজ কিছু কিছু হলেও চর্চা করুন। কাজে লাগবে।
৫)পত্রিকা পড়ুনঃ
প্রতিদিন ইংরেজী দৈনিক পত্রিকা পড়ার অভ্যাস গড়ে তুলুন। প্রথম কিছুদিন শুধু হেডলাইনগুলো পড়ুন। যে যে শব্দগুলো নতুন মনে হচ্ছে সেগুলোর অর্থ জেনে নিন। এরপর কিছু দিন ছোট ছোট আর্টিকেলগুলো পড়ুন। তারপর বড়গুলো। মনে রাখবেন, এক দিনেই পুরো পত্রিকা পড়ার দরকার নেই, এতে উৎসাহ বাড়ার বদলে হতাশ হয়ে যেতে পারেন। ধীরে ধীরে এগোন।
৬)সাথে একটি ছোট ডিকশনারি রাখুনঃ
ছোট্ট একটি পকেট বাংলা টু ইংরেজি ডিকশনারী সাথে রাখতে পারেন। ধরুন বাসে বা গাড়িতে কোথাও যাচ্ছেন, এমন সময় আপনার পাশে ফুটপাতের কাঁচাবাজার পড়লো। দেখে নিন তো, কোন কোন সবজিগুলোর ইংরেজী নাম আপনি জানেন! আর যেগুলো জানেন না, সেগুলো জেনে নেবার জন্য তো আপনার কাছে ডিকশনারী আছেই।
৭)কথোপকথন করুনঃ
বন্ধু, পরিবারের কেউ বা অফিসের কোন কলিগের সাথে দৈনিক কিছু সময়ের জন্য হলেও ইংরেজীতে কথা বলুন। ভুল ভ্রান্তি হবেই, তাই বলে হাল ছেড়ে দেবেন না। যা খুশী বলুন। যেখানে যেখানে আটকে যাবেন, একে অন্যের সহযোগিতা নিন কিংবা সহায়ক বইয়ের সাহায্য নিন। এটা আপনার বলার জড়তা কাটাতে সহায়তা করবে।
৮)ডায়েরী লিখুনঃ
আমাদের অনেকেরই ডায়েরী লেখার অভ্যাস আছে। অনেক দিন পর পর নিজের লেখা ডায়েরী পড়াটা আসলেই অন্যরকম। স্মৃতিগুলোকে অক্ষরের বুনোটে আটকে রাখার এই কাজটাই করুন এবার, কিন্তু ইংরেজীতে। প্রতি দিনের কোন না কোন ঘটনা নিয়ে রোজ ডায়েরীতে এক পৃষ্ঠা হলেও লিখুন। এভাবে লিখতে গিয়ে আপনি নানা শব্দের ইংরেজী খুঁজতে গিয়ে প্রতিদিনই নতুন নতুন শব্দের সাথে পরিচিত হবেন।
৯)অনুবাদ করুনঃ
প্রতিদিন পত্রিকার কোন একটা আর্টিকেলের অনুবাদ করুন নিজে নিজেই। এতে আপনার লেখার দক্ষতা বাড়বে।সেই সাথে ভাষাজ্ঞানও।
১০)ইংরেজী কোর্স করুনঃ
কাজের ফাঁকে ফাঁকে ছোট একটা ইংরেজী শেখার কোর্সও করে ফেলতে পারেন। একা একা না করে যদি সম্ভব হয় পরিচিত কেউ বা কোন বন্ধুর সাথে একসাথে কোর্স করতে পারেন। এতে চর্চাটা ভালো হবে। এছাড়া বাজার থেকে কিনে ফেলতে পারেন ঘরে বসে ইংরেজী চর্চার সিডি ও ডিভিডি। এগুলো দেখে দেখে অবসর সময়ে ঝালিয়ে নিতে পারেন নিজেকে।
১১)নিজে নিজে চর্চা করুনঃ
নিজে নিজে বাসায় আয়নার সামনে দাঁড়িয়ে ইংরেজী বলার অভ্যাস করুন। কিংবা বাসায় জোরে জোরে পড়তে পারেন ইংরেজী পত্রিকা বা বই। এভাবে ধীরে ধীরে আপনার ইংরেজী বলার জড়তা কেটে যাবে।
যেহেতু ইংরেজী আমাদের মাতৃভাষা নয়, তাই, শিখতে একটু সময় আর শ্রম তো লাগবেই। তাই বলে হাল ছেড়ে দেবেন না। এখনো দেরী হয়ে যায়নি। আজ আর এই মুহূর্ত থেকেই শুরু করুন না! আর তফাতটা দেখুন নিজেই বা অন্যের প্রশংসা মেশানো দৃষ্টিতেই!



আমাদের প্রতিদিনের বাংলা ভাষার সাথে ইংরেজি ভাষায় আস্তে আস্তে মিশে যাচ্ছে। কিন্তু আমরা যারা ইংরেজি কম পাড়ি তাদের জন্য এইটা একটা সমস্যা হয়ে দাড়াঁচ্ছে, যেমন কথার মধ্যে একটা ইংরেজি বলা হল তাও যদি হয় ভুল তবে অনেক সময় ভাল লজ্জায় পড়তে হয় আর ইংরেজি কথা বলার জন্য তো প্রেক্টিস এর বিকল্প নেই। তাই আজকে আমি আপনাদের সাথে ১০টা সাইট শেয়ার করলাম, যাতে আপনারা ইংরেজির বেসিক লেভেল থেকে শুরু করে স্পেলিং সহ সব মুটামুটি ভাল ভাবে বুঝতে পারেন। আশা করি আপনাদের উপকারে আসবে এবং লিংক গুলো কাজে লাগাবেন। আর অবশ্যই লিংক গুলো কপি করে রাখবেন
Thrn leat's go...
About Me
7 years experience business with
RaNGa computer,
Union Digital Center,
© 2023 by Landsacpe. All rights reserved.
Services:
Websides Developer
Graphics (Audio,Video & Web)
Graphics (Image & Edith)
Govt.Union Digital Center,
Polli Cable TV.
Let's Meet
Call us for anything
+8801710 52 72 01
+8801557 48 49 50 Home
+8801816 000 153
Visit Us http://betbuniaup.rangamati.gov.bd