টাইগার ভি অস্ট্রেলিয়া
- ক্রিকেট
- Jul 29, 2017
- 1 min read
আমাদের মাথা উচু করে গর্ব করার, উল্লাস করার, মনটাকে শান্তি দেয়ার একমাত্র মাধ্যম ক্রিকেট। আমরা যেন যুদ্ধে জিতে আসি।
- আমাদের বোলার আছে, আছে বেটসম্যান কিন্তু আমরা স্বজন পিরিতিতে সিমাবদ্ধ রয়ে গেলাম। আমরা ম্যান নিয়ে টানা হেচড়ায় রয়ে যাই। প্রত্যেকটা উইকেট বল যেন কলিজার মাঝখানে লাগে। আমার মতো কোটি ক্রিকেট পাগলের মন যখন একে একে একেবারে ভেঙ্গে চুরমার হয়ে যায় তখনো টাইগার্স বোর্ড থাকে নিজস্ব একঘেয়েমিতে।
-অতীতে বাংলাদেশকে যখন একে একে সবাই ধর্ষন করে গিয়েছে; সে থেকে বাঙ্গালী প্রতিশোধ পরায়ন। আমরা সে প্রতিশোধ নিই প্রতিটা বলের বিনিময়ে। আইসিসি চেম্পিয়নস ট্রপিতে পাকিস্তানের সাথে খেলতে পারিনি, ভারতের সাথেতো নাস্তা নাবুদ, যারও অস্ট্রেলিয়া আমাদের জঙ্গি বলে বিশ্বের কাছে হেয় করেছে তারাও জব্বর একটা ধোলাই দিতে বেটিং এ সিমিত কয়েক রানের বিপক্ষে খেলে যাচ্ছে। সব কটি প্রতিশোধ বাঙ্গালির কলিজায় গেঁথে দিয়েছে।
-তবুও আমরা হতাশ নই। আশায় বুক বেঁধে যাই। জেগে স্বপ্ন বুনে যাই। চাপা হাসিতে শুভ কামনা জানাই প্রানের টাইগার্সদের। লাভ ইউ টাইগার্স।
-আরিফ icc champion trophy 17, AUS v BAN.
Comments