যারা নিজেকে অযোগ্য ভাবেন
- সালাহউদ্দীন আরিফ
- Jun 7, 2017
- 1 min read
ধরুন আপনি অযোগ্য একজন মানুষ। তারা সব সময় আপনাকে নিচে নামিয়ে দিতে দ্বায়বদ্ধ। এর মুল কারণ হচ্ছে আপনি নিজেকে অযোগ্য মেনে নিয়েছেন। একটা কথা হচ্ছে-আপনিতো নিচে! এরা আর কিভাবে নিচে নামাবে? আপনার সময় এখন উপরে যাওয়ার। যতটুকু করবেন উপরেই যাবেন। আরেকটা কথা; যে পারে সে পারে। যে পারেনা সে আরও বেশি পারে! শুধু নিজের প্রতি বিশ্বাসটা দৃঢ় করা চাই। এগুতে থাকেন; বিশ্বাস করেন কেউ আটকাতে পারবেনা। প্রতিযোগিতায় নামেন। না নামলে বুঝতে পারবেন্না কে যোগ্য কিংবা অযোগ্য। একবার সফলতা আসতে শুরু করলে আসতেই থাকবে। Success never comes alone. নিন্দুকের মুখে ছাই পরবেই।
আরিফ ৮/৬/১৭
Comments