বৃষ্টির শহর
- ছোট অনুভূতি
- May 28, 2017
- 1 min read
বৃস্টির শহরে থেমে যায় রোদ থেমে যায় সময় থেমে যাই আমি। বৃষ্টির যত গান আপ্রান অম্লান অমৃত কত সূখ যত বৃষ্টি তোমার প্রাণে। কতফুল বকুল জুঁই চামেলী উপমায় তোমার দেয়ালে আটকে যায় এই সময়। তুমি বৃষ্টি হও আমি ভিঁজব আমি ভিঁজব তোমার প্রাণে।
-আরিফ। ২রা রমজান’১৭
Comentarios