কে গরীব?
- মানুষ মানুষের জন্য
- Jun 15, 2017
- 1 min read
গরীব বলতে ফুটপাতের মানুষগুলোকেই আমরা দেখি। কিন্তু আমরা এটা জানিনা এরা শহুরে গরীব। আমার মনে হয়না এরা না খেয়ে থাকে। তাদের খাবারের উৎস অনেক। তবুও আমরা তাদেরই হাইলাইটস করে বিশ্বকে দেখাই।
-দেখেনতো আমার এলাকার পাহাড়ী ঢালুতে নিজের প্রাণকে জিম্মি করে খাদ্যের উৎস ছাড়া কিভাবে মানুষগুলো বেঁচে থাকে? একটু খানি বৃষ্টি হলেই শুনি সর্বস্ব তলিয়ে গিয়েছে। সহায়তা হিসেবে ২০-৩০ কেজি চাউল ৫০০-১০০০ টাকা ব্যস। অনেক মারমা পরিববার দেখেছি ভিটে মাটি বিক্রী করে দেউলিয়া হতে। বহু বাঙ্গালী পরিবার নিরবে সহ্য করে যায় ক্ষুধা। শহুরে গরীবের মতো ইচ্ছে করলেই এটা ওটা করে অর্থ যোগাবে তারও কোন সুযোগ নেই।
-সেদিন যমুনা ফিউচার পার্ক এ গিয়ে ইনফিনিটিতে একটি জামার দাম দেখলাম ২৩হাজার টাকা। আর আমার পাশের গরীবগুলো একহাজারটাকা পেলে পুরো ফ্যামিলির ঈদের শপিং করতে স্বপ্ন দেখে। আমরা কখনো তাদের কষ্ট বুঝতে পারিনা। আমরাতো তাদের মানুষ বলে মনেই করিনা। একমাত্র তারাই উপলব্দি করে জিবন কি!
-আজ আয়নার সামনে দাড়াবেন। যদি মনে হয় ওদের আর আপনার মধ্যে পার্থক্য নেই তবে এই গরীব মানুষগুলোকে যে যার অবস্থান থেকে সহযোগিতা করবেন। হোক সেটা ১০০টাকা। প্রতিদান আপনি নিজেই। আপনার সফলতা কামনা করছি।
আরিফ ১৬।০৬।১৭
Comentarios