যেখানে বাবার শুন্যতা
- বাবা দিবসে
- Jun 17, 2017
- 1 min read
এই দিনটাতে আমি রুমে লাইট নিভিয়ে নিভৃতে কান্না করি। অনেক অশ্রু ঝড়াই। ঝড়েই! কারণ-
-বাবা কিভাবে ডাকে সেটা আমি জানিনা। -বাবার আঙ্গুল ধরে আমি হাটিনি। -বাবার আদরটা কি সেটা জানিনা। -আমার ঘরেই বাবা ডাক শুনি কিন্তু বড় অচেনা একটি শব্দ। -খুব ইচ্ছে হয়, বলি, আব্বু ভালোবাসি। -বাবার কবরেও যাই। কি জন্য যাই জানিনা। আমি তাঁকে চিনিও না। -বাবার মৃত্যুর সময় আমি একটুও কাঁদিনি এতটা ছোট ছিলাম।
-কিন্তু এ দিনটিতে এতটা কষ্ট আমাকে ঘিরে নেয় যতটা কষ্ট আমি পাই। ছোট বেলা থেকে অনেক কবিতা গল্প ডাইরিতে ধুলো জমে আছে। কিন্তু বাবাকে কোথাও খুঁজে পাইনি। হোস্টেলে সবার বাবা আসত কিন্তু আমি কোথাও একলা বসে থাকতাম। মিস করতাম বাবাকে।
-যাদের বাবা আছে আপনারা কি বুঝবেন এ ব্যথা। যত্ন নেন মানুষটির। আমি কামাই করি তাই বুঝি বাবা কি। কতটা কষ্ট ফেস করতে হয় বাবাকে। একমাত্র স্ত্রী সন্তানের জন্য সারাটা জীবণ শেষ করে দেয় এ মানুষটি। অথচ সেই মানুষটাকেই আমরা অবহেলা করি। কষ্ট দিয়ে কথা বলি। যত ভালোবাসা মায়ের সাথে। বাবা যেন একটা চাকর।
-মিস করছি বাবা তোমায়। খুব কষ্ট হচ্ছে। পারলে তোমার কাছে নিয়ে যাও। ভালোবাসি তোমায়। খুব! _____________ আরিফ ১৮জুন১৭ বাবা দিবস।
Comments