রমজানের উপোস
- একটু আদটু
- May 26, 2017
- 1 min read
উপোস থেকে লাভ কি? খাবার খেলে শরীরটা অন্তত সুস্থ থাকবে। জাগতিক শক্তিও। পরিশুদ্ধ বিশুদ্ধভাব গ্রহন করে লেভাস প্রলাপ দিয়ে অন্তত উপোস থাকবেন না। শরীরের যত্ন নেন ছুটির মাস ভরে।
-রমজান সংযমের। শুধু খাবার সংযমের সেটা নয় বরং নিজের ভেতরের কাপুরুষকে সংযত করা। আত্মার আত্মীয়কে পরিশুদ্ধ করা। পাপ সমুহকে নিস্তেজ করে দেয়া। নিজেকে সংশোধন করে নেয়াই সংযম।
-রোজাদারের জন্য আগামী সূর্য উঠুক পাপ মোচনের মাধ্যমে ভক্তি হৃদয়ীক শুদ্ধ প্রার্থনায় আল্লাহর সান্নিধ্য অর্জনে।
-মাহে রমজানের শুভেচ্ছা।
Comments