নজরুলকে মুক্তি দিন ইসলাম থেকে
- নজরুল দিবস
- May 24, 2017
- 1 min read
কাজি নজরুল ইসলামকে চিনেননা এমন মানুষও আছে। বঙ্গবন্ধুকেও আমরা দল থেকে মুক্তি দিতে পারিনি। আওয়ামীলীগের মধ্যেই সিমাবদ্ধ রেখে দিয়েছি। যেভাবে মাহাত্মা গান্ধীকে দল থেকে মুক্তি দেয়া হয়েছিল। ভারতের তৃণমুল শ্রদ্ধাভর করেন গান্ধীজিকে। কাজি নজরুল ইসলামকেও ডজন দুএক গানের মধ্যে সিমাবদ্ধ করে দিয়েছি। বিশেষত মুসলমান কবি হিসেবে। যে কয়টি ইসলামি সংগীত তিনি লিখেছেন তা দিয়েই তাঁকে হাইলাইটস করে দিয়েছি। এর বাইরে হাজার হাজার কবিতা পড়ে আছে ধুলোজমা বইয়ে। বিদ্রোহি কতসব কবিতা আড়াল পড়ে গিয়েছে। অতি উৎসাহি মুসলমান ধর্মিয় কবিতাগুলোকে প্রাদান্য দিয়ে সার্বজনীন কবি থেকে মুসলমান কবিতে সিমাবদ্ধ করে ফেলেছেন তাঁকে। কলকাতাতে নজরুল সন্ধ্যা যেটা হয় আমার মনে হয়না আমার দেশে এতবড় অনুষ্টানের আয়োজন করা হয়। আমরা কেন তাঁকে সার্বজনীন কবি করতে পারিনি জানেন? কারণ আমরা তার ডজনদুয়েক কবিতা থেকে মুক্তি দিতে পারিনি।
-নজরুল জয়ন্তীতে বিদ্রোহি অভিবাদন।
Comments