পুরুষের যে দৃষ্টি
- বাস্তব সত্য
- May 23, 2017
- 1 min read
-পুরুষের দৃষ্টি শক্তি যতই সংযত হোক তরুনির কাছে এ শক্তি পরাজিত। দেখবেন কোন তরুনি হেটে যেতে পুরুষ কত আগ্রহ নিয়ে তাকিয়ে থাকে। এর ব্যখ্যা খুঁজতে গিয়ে যদি তাদের মোবাইলকে জিগ্যেস করা হয় মোবাইল বলতে পারবে তাদের ভালোমানুষির তথ্য।
-পুরুষগুলো যখন পতিতাকে ধর্ষনের প্রতিবাদের জোর কন্ঠ তোলে তখনও চিন্তা করি পতিতাকে আবার ধর্ষন। রেইনট্রির ধর্ষিতাদের জন্য দরদে আহ্লাদ অবিবাহিত ব্যক্তিগুলোকে যদি বলি তাদের বিয়ে করবেন? তখন আমার কথার দরদে দুঃখ পাবে।। তারাই আবার ঘঠকের হাতে পাঁচশটাকা বেশি দিয়ে বলে বৌ আমার কুমারী চাই। তাজ্জিব মোয়ামালাহ। এসব ভালো মানুষদের চারিত্রিক বৈশিষ্ট বহুরুপি। লেলিয়ে খেলিয়ে মজা পায়। আমরা তাদের চিনি চা-পাতা।
-কারো গায়ে লেগে গেলে দুঃখিত।
Comments