ক্রিকেটেই ইজ্জত
- স্যলুট মাহমুদুল্লাহ
- May 23, 2017
- 1 min read
বল আটকাতে গিয়ে যখন মাহমুদুল্লাহর পেন্ট খুলে যায় আর প্রচুর লজ্জা পায় তখন চিন্তা করি তারা আমাদের ইজ্জতের জন্য তাদের ইজ্জত তোয়াক্কা না করে লড়াই করে যাচ্ছে। নিউজিল্যান্ডের মতো বাঘা দলকে টেনশানে রেখেছে তাঁরা।
-কেউ কেউ বলছেন আমাদের খেলার নিজস্ব চ্যানেল নেই, কিন্তু টিভি খুলে দেখি দেশের তিনটি টিভি চ্যানেল সরাসরি সম্প্রচার করছে। প্রবাসী যারা আছেন তারা দেশিয় টিভিতে খেলা দেখে গর্ববোধ করছেন। এখানে নিজস্ব চ্যানেল নেই আওয়াজ দেয়া মানুষগুলোর দৃস্টিভঙ্গির বিবেচনা আমার মাথায় আসেনা।
- আমার মনে হয় আজকের খেলায় জয় আমাদেরই। তবুও ছয় নিতে গিয়ে আউট হলে ঠিক কলিজার মাঝখানে লাগে। শুভ কামনা টাইগার্স।
Comments