প্রেম পাওনীতো হেরে যাওনি।
- ব্যার্থ প্রেমিকের জন্য
- Feb 12, 2017
- 2 min read
-কেউ যদি তোমার ভালোবাসার মুল্য না বোঝে তবে দু:খ করোনা। তুমিই জান তোমার ভালোবাসা তুচ্ছ ছিলনা। যেটা সে বুঝতে পারেনি। তাকে এড়িয়ে চলো। সে তোমার ভালোবাসা বুঝতে পারার ক্ষমতা রাখেনা।
-রবি ঠাকুরের একটা কথা মনে পড়ে- তুমি যদি কাউকে ভালোবাস, তবে তাকে ছেড়ে দাও। যদি সে তোমার কাছে ফিরে আসে,তবে সে তোমারই ছিল। আর যদি ফিরে না আসে, তবে সে কখনই তোমার ছিল না।
- ভালোবাসার মানুষ যখন পাশে থাকে তারচেয়ে যখন চখের অন্তরাল হয় ভালোবাসার আবেগ তখন দ্বিগুন বৃদ্ধি পায়। কলিজাটা যেন অদৃশ্য হতে চেপে ধরে। বিচলিত থাকে মন। এটা সত্যিকারে ভালোবাসা থেকে নিসৃত। তবে প্রেম মানুষকে আনন্দ, সূখ অনেক কিছু দেয় কিন্তু স্বস্তি দেয়না।
-আমরা মনে করি যার আর্থিক স্বচ্ছলতা আছে তার জন্যই ভালোবাসা। সেটা সঠিক নয়। বরং তাতে বন্ধু বাড়ে ভালোবাসা নয়। তবে মেয়েরা আর্থিক স্বচ্ছলদের বিয়ে করে নেয়। যদিও ভালোবাসা অসচ্ছল মানুষটার কাছে আগেই বিক্রী করে দিয়েছে।
-ফেসবুকে এমন সব পোস্ট দেখি যে- ভালোবাসা দিবসে আমার প্লান ঘুমানো, সারাদিন পড়া, একা থাকা, প্লান না থাকা, সিংগেল বলে, ছোটবেলার কালোটিপের একশান না কমা ইত্যাদি মনের ভাবগুলো এমন একটি প্লাট ফর্ম যেখানে সে চুড়ান্ত পর্যায় অতিক্রম করতে ব্যর্থ। যেখানে তার স্বপ্ন, বাস্তবতা কিংবা চাহিদায় ভিত্তি বা নিজের অবস্থান সনাক্ত করাতে ভুল থেকে গিয়েছে।
-জীবনে সবচেয়ে কষ্টের সময় হচ্ছে ভালোবাসার মানুষের অবহেলা। আরো কষ্ট হয় যখন তোমাকে সরাসরি বলে দেয় তার পক্ষে তোমাকে ভালোবাসা সম্ভব নয়। দীর্ঘদিনের বুনা স্বাপ্নগুলো আহত হয়। জ্বলে উঠে বিষাদ বেদনা। তখন নিজেকে অর্থহীন মনে হয়। ঠিক এ সময়গুলোই জীবণের সবচেয়ে স্মৃতিচারিত কষ্টে অতিবাহিত হয়।
-যাকে ভালোবাসো তাকে কখনো অবহেলা, চোখের আড়াল, টেককেয়ার করা থেকে দুরে থেকোনা। তার ভালোবাসাকে বুঝা, দুষ্টুমি, শেয়ারিং, যোগাযোগ এমনকি সুক্ষ সেনসিটিভ বিষয়গুলোর প্রতি আবেদনময়ী হয়ে থাকার চেষ্টা করবে। ভালোবাসতে হলে মন থেকে বেসে যাবে।
-পৃথিবীতে একমাত্র মাতাল ব্যক্তির মাতলামী আর প্রেমিকের প্রেম কখনোই লুকিয়ে রাখতে পারেনা। দুজনই একধরণের মাতাল। দুজনই যে কোন কিছু করে বসতে প্রচুর সাহস রাখে। হাহাহাহা পাগলরা। অদ্ভুদ ভালোবাসা।
-নারীর অতীতের কাহিনী থাকেই। পুরুষ তার প্রতিই আকৃষ্ট। গুচিয়ে নেয় অতীতের পোঁড়া গল্প। যদি মনের মিল হয়। আর একজন নারী তাকেই খুঁজে যার ভবিষ্যৎ আছে। হোক সে বেকার।
-প্রথম ভালোবাসা ছেলেমেয়েরা কখনো ভূলতে পারেনা। ঘৃণা করেও দুরে গিয়ে কি যেন একটা টান থেকে যায়। যেমন পরিস্কার কাগজে দাগ পড়লেও তোলা অসম্ভব।
-১৪ফেব্রুয়ারী তরুণের মধ্যে যথেষ্ট অনুভুতি জাগিয়েছে। যুগল খুব আগ্রহী হয়ে অপেক্ষা করে ভালোবাসা সেলিব্রেট করে দিতে। ভালেবাসার সব প্লান ভরিয়ে দেয় আনন্দে। অমুকের প্লাট তমুকের প্লাট বললেও ভালোবাসার দৃষ্টিভঙ্গি ভিন্ন। কেউ সুযোগ খুঁজে আর কেউ ভালোবাসা। এসএমএস করা, এফবিতে মেসেজ দেয়া কিংবা অন্যভাবে। সেখানে বাবা মা কিংবা বড় ভাই বড় বাঁধা হয়ে দাড়ালেও অন্তরালে চলে ভালোবাসার শিহরণ। ভালোবাসা এমনি। এটা যুগ যুগান্তরের ইতিহাস। আরিফের পক্ষ হতে সব ভালোবাসার মানুষের প্রতি মশৃণ শুভেচ্ছা।
-আমি আরিফর যতদূর বুঝেছি- পৃথিবীর শুরু শেষ শব্দগুলোই প্রেম দিয়ে সাজানো। জীবনে যখন প্রেম আসতে শুরু করে সময়টা রঙ্গিন হয়ে উঠে। এ সময়টাই সূর্য় সময়। সম্ভাবনার সময়। তখন আবেগের খেলা চলে। ঠিক এ সময়টাকে একটা সময়ে গিয়ে খুবই মিস করতে হয়। কখন যৌবনের জোয়ারে পিচুটান চলে। হারানো অতীত ভেতরে ভেতরে কাঁদাবে। ঐ বুঝি সময় হচ্ছে সব হরানোর। এই ক্ষনস্থায়ী মুহুর্তে যাকে ভালোবাসবে মন থেকে বাসবে। দেহের চাহিদার চেয়েও দুজনের মনের অবস্থান জীবনে সুখী হতে খুব প্রয়োজন। যাষ্ট শব্দটা যাতে মনে না হয়। তুমি যদি কাউকে নষ্ট না করো তবে তোমার সঙ্গিকেও তুমি নিখুঁত পাবে। একজনকেই ভালোবাসো, ভালোবাসতেই থাকো, একটা সময় তোমার জয় নিশ্চিৎ।
-আরিফ ১৩ফেব্রুয়ারী’১৭
Comments